


রবিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের উদ্যোগে এবছর জয়েন্ট এন্ট্রান্সে পিসিবি গ্রুপে শীর্ষ স্থানাধিকারী অধ্বেতা সরকার, মৌমিতা দেবনাথ, শাইনি দাস ও পিসিএম গ্রুপে শীর্ষ স্থানাধিকারী অন্বেষা সাহা, দিবাকর পৈত্য, অপূর্ব দেবনাথ এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের মাধ্যমিকে প্রথম তিনজন কৃতি অর্ণব চৌহান, প্রীদিতি দাস, সাগর চক্রবর্তী ও সাংবাদিক মহলের ব্রহ্মময় চক্রবর্তী এর পুত্র রত্নদ্বীপ চক্রবর্তীকে (পঞ্চম স্থানাধিকারী) সংবরধনা প্রদান করা হয়েছে।
তাছাড়া ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের সদস্যদের জন্য প্রথম বারের মতো প্রেস স্টিকারের আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্য পুলিশের ডিজি এ কে শুক্লা ও অতিথি হিসেবে ত্রিপুরা নিউজপেপার সোসাইটি, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পিনাকী দাস। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অরিন্দম দে।