বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ জুন ৷৷ ৩৬ শান্তিরবাজার মহকুমার বিরচন্দ্রের ১৮নং বুথের পুইপাইহা রিয়াং পাড়ায় বিজেপি আহুত এক ঘরোয়া সভায় ৪৬ পরিবারের ১৩৫ জন ভোটার বিজেপি’তে যোগদান করেন। এর মধ্যে সি পি আই (এম) দল ত্যাগ করে ৭৮ ভোটার এবং কংগ্রেস দল ত্যাগ করে ৫৭ ভোটার বিজেপি’তে যোগ দেয়। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ জেলার সহ-সভাপতি শ্যামলাল দেবনাথ, কেন্দ্রীয় কমিটির সদস্য পরিক্ষিত দেববর্মা, রাজ্য কমিটির সদস্য ব্রিগুরাম রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দরা।