আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর ৷৷ করেসপনডেন্টস ফোরাম অফ আগরতলার দ্বিতীয় সম্মেলন রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করা হয়। সেই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতার ওপর বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করা হয়। সাংবাদিক সঞ্জীব দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সম্মেলনে রাজ্যে কর্মরত জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। আগরতলায় কর্মরত সত্যব্রত চক্রবর্তী, শেখর দত্ত ও সমীর ধরকে উপদেষ্টা মনোনীত করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি সঞ্জীব দেব, সহ-সভাপতি তরুণ চক্রবর্তী, সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য, সহ-সম্পাদক বাপী রায়চৌধুরী, কোষাধ্যক্ষ পিনাকী দাস এবং কার্যকরী কমিটির সদস্য হিসাবে সুজিত চক্রবর্তী, রাহুল সিনহা, প্রণব সরকার এবং প্রবীর শীল নির্বাচিত হন। সম্মেলনে একগুচ্ছ পেশাগত সিদ্ধান্তও নেওয়া হয়।