বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ অক্টোবর ৷৷ ডি জি পি-র উপস্থিতির মধ্যদিয়ে টি এস আর নবম ব্যাটেলিয়ানের ১৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর হিচাছড়া এই টি এস আর ক্যাম্পটি অবস্থিত। টি এস আর এর ১৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন ডি জি পি এ কে শুক্লা। এছারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিশনাল ডি জে পি শ্যামসুন্দর চতুরবেদী, টি এস আর-র আই জি পি জি এস রাও, টি এস আর নবম ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট এইস এস ডারলং, এস পি সাউথ ইপার মনচাক, ডি এম সাউথ সি কে জমাতিয়া, বিধায়ক জশবীর ত্রিপুরা সহ অন্যান্য অতিথীবৃন্দ। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে টি এস আর নবম ব্যাটেলিয়ানের উদ্দ্যোগে ১৩৭ জন রক্তদান করেন ও ২০০ জন গরীব উপজাতি লোকদের মধ্যে কম্বল বিতরন করেন। তাছারা শহিদ টি এস আর এর পরিবারের লোকজনদের হাতে স্মারকলিপী ও বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে টি এস আর এর বিভিন্ন রকম স্টল নির্মান করা হয়। আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে এই স্টলগুলির শুভ সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডি জি পি এই অনুষ্ঠানের গুরুত্ব ও তাৎপর্য সকলের সামনে উপস্থাপন করেন।