বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ নভেম্বর ৷৷ বিজেপি কর্মীর উপর হামলার প্রতিবাদে মনপাথর বিজেপি পার্টি অফিসে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সন্মেলন। বৃহস্পতিবার রাতে উত্তর তাকমা বাশবাগান পাড়ার বাসিন্দা রাজেন্দ্র দত্তের ছেলে দিলীপ দত্ত ( ৩৬ ) বিজেপি’র সমর্থীত হবার কারনে কে বা কাহারা হামলা চালায়। শুক্রবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে মনপাথর বিজেপির পার্টি অফিসে এক সাংবাদিক সন্মেলন করা হয়। সাংবাদিক সন্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা জানান রিয়াং জনজাতীর নেতাভৃগুরাম রিয়াং। এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন রিয়াং জনজাতির নেতা ভৃগুরাম রিয়াং, সঞ্জীব রিয়াং যুব মোর্চার সভাপতি, শান্তির বাজার বিজেপির জেনারেল সেক্রেটারী মম্ভু মগ, শান্তির বাজার সংখ্যালঘু মোর্চার সভাপতি কোরবান আলী ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।