আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর ৷৷ বিপুল পরিমান গাঁজা উদ্ধার করল যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৯৪ কেজি গাঁজা উদ্ধার করল বি এস এফ এবং পুলিশ। জানা যায়, বুধবার বিশালগড় মহকুমার রামছড়া গ্রামের প্রফুল্ল অধিকারীর (৩৮) বাড়ি থেকে এই বিপুল পরিমান গাঁজা জব্দ করেন বি এস এফ এবং পুলিশের যৌথ বাহিনী। উদ্ধারকৃত গাঁজার মূল্য ২৫ লক্ষ টাকা হবে বলে জানা যায়। পুলিশ প্রফুল্ল অধিকারীকে আটক করেছেন।