বিয়ে করছেন সালমান খান !

Untitled-2টিনসেল টাউনে জোর গুঞ্জন, ক্যাটরিনা, জ্যাকলিন, ডেইজর পর আবারো এক বিদেশিনীতে মজেছেন সালমান খান । এক রোমানিয়ান সুন্দরী প্রেমে পড়েছেন তিনি। নাম লুলিয়ার ভান্তুর।
শোনা যাচ্ছে বোন অর্পিতার বিয়েতে লুলিয়াকে নাকি নিজের গার্লফ্রেন্ড বলে সবার সাথে আলাপ করিয়ে দিয়েছেন সালমান খান।
অর্পিতার বিয়েতে উপস্থিত খান পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন ছোট বোনের বিয়েতে সারাক্ষণ লুলিয়ার সাথেই ছিলেন দাদা সালমান। সালমানের পরিবারের সাথেও লুলিয়ার সম্পর্কও নাকি দারুণ।
সূত্রের দাবি, অর্পিতার বিয়ে চলাকালীন বান্দ্রায় সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি ৫ স্টার হোটেলে ডেরা জমিয়েছিলেন লুলিয়া। ‘প্রেমিকা’-র হোটেলের সমস্ত বিলই নাকি মিটেয়েছেন স্বয়ং সালমান।
মার্চ মাসে এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন “আমি এখন জীবনের এক সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার ভাল লাগছে এই সময়টা। ১৫ বছর বয়সের পর থেকে আমার জীবনে কোনো সন্ধিক্ষণ আসেনি। গত আড়াই বছর ধরে আমি শুধু দীর্ঘশ্বাস ফেলেছি। এবার দীর্ঘশ্বাস ফেলা বন্ধ করার সময় এসেছে। আমার জীবনে খুব তাড়াতাড়ি কিছু পরিবর্তন আসতে চলেছে।”
তিনি বলেন, “আমি মানবিকতায় বিশ্বাস করি। আমি ইসলামের সাথে সাথে ক্রিশ্চানিটি পালনের চেষ্টা করি। সাধ্য মত সঠিক পথে চলার চেষ্টা করি। আমি চিরকালই সৌভাগ্যবান। আমার বাবা পাঠান, মা হিন্দু, দ্বিতীয় মা ক্যাথলিক। আমার বোনের বর পাঞ্জাবি। ভাবছি বাইরের কাউকেই বিয়ে করব।”
যদিও অর্পিতার নাকি সালমানের সাথে লুলিয়ার সম্পর্ক নিয়ে জোরদার আপত্তি আছে। সালমানের আদরের বোনের ধারণা বলিউডে কেরিয়ার তৈরি করতে লুলিয়া সলমনকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছেন। ইতিমধ্যেই সালমানের অপর ভগ্নীপতি অতুল কুলকার্নির নয়া প্রোজেক্ট ‘ও তেরি’-তে জায়গা করে নিয়েছেন এই বিদেশিনী।
সুত্র : ওয়েবসাইট

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*