গোপাল সিং, খোয়াই, ০৪ ফেব্রুয়ারী ৷৷ খোয়াই জেলার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রার্থীদের নিয়ে বৈঠক করেন নির্বাচনী পর্যবেক্ষক ইক্কেরী ভি পি। রবিবার সকাল ১১টায় খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে সি পি আই (এম), বিজেপি, কংগ্রেস, আই পি এফ টি, আই এন পি টি এবং এন সি টি দলের প্রতিনিধি ও প্রার্থীরা উপস্থিত ছিলেন। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক সন্দীপ এন মাহাত্বে, পুলিশ সুপার কে চক্রবর্তী, পুলিশ পর্যবেক্ষক সঞ্জয় কুমার, ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক আনন্দ কুমার সহ রিটার্নিং আধিকারিকরা। এবার খোয়াই জেলায় মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।