আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ জিরানীয়ায় টি এস আর দশম বাহিনীর প্রধান কার্যালয় মাঠে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আনুষ্ঠানিক ভাবে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বুধবার প্রথমবারের মতো কোন টি এস আর সদর কার্যালয়ে পা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।মুখ্যমন্ত্রীর পাশাপাশি তিনি এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও। মূখ্যমন্ত্রী বলেন, উত্তর পূর্বের মধ্যে উগ্রপন্থা দমনে টি এস আর জওয়ানদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামীদিনে ত্রিপুরা পুলিশকে দেশের সেরা হিসেবে তৈরী করতে হবে।
গেইট থেকে মুখ্যমন্ত্রীর কনভয়কে অভ্যর্থনা করে অনুষ্ঠানস্থলে নিয়ে যায় টি এস আর জওয়ানরা। প্রথমেই শহীদ বেদীতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। একে একে অন্যান্য অতিথিরাও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা, এডিজি শ্যাম সুন্দর চতুর্বেদী, আইজি আইন শৃঙ্খলা কে ভি শ্রীজেশ, দশম বাহিনীর কমান্ডেন্ট, জেলা পুলিশ সুপার অভিজিত সপ্তর্ষি সহ পদস্থ আধিকারিকরা। টি এস আর দশম বাহিনীর স্বেচ্ছা রক্তদানেও বাহিনীর জওয়ানদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।