আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মে ৷৷ এবার বড় ধরনের রদবদল হল জেলাশাসক পর্যায়ে। ধলাই জেলা বাদে রাজ্যের ৭টি জেলায় জেলা শাসকদের বদলী করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন দপ্তরের অধিকর্তা এবং মহকুমা শাসক পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। পশ্চিম জেলার জেলা শাসক হয়েছেন খোয়াই জেলার জেলা শাসক ডঃ এম সন্দীপ নামদেও, উত্তর জেলার জেলা শাসক হয়েছেন গোমতী জেলার জেলা শাসক রাবেল হেমেন্দ্র কুমার, গোমতী জেলার জেলা শাসক হয়েছেন গ্রামোন্নয়ন দপ্তরের যুগ্ম অধিকর্তা টি কে দেবনাথ, ঊনকোটির জেলার জেলা শাসক হয়েছেন সমাজকল্যাণ দপ্তরের অধিকর্তা ডি ডার্লং, দক্ষিণ জেলার জেলা শাসক হয়েছেন আই জি প্রিজন দেবপ্রিয় বর্ধন, খোয়াই জেলার জেলা শাসক হয়েছেন উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা রবীন্দ্র রিয়াং, সিপাহীজলার জেলা শাসক হয়েছেন ট্যাক্স কমিশনার ব্রহ্মিত কৌর। পাশাপাশি পশ্চিম জেলার জেলাশাসক ডঃ মিলিন্দ রামটেকেকে নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তার পদ এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে মুখ্যমন্ত্রীর যুগ্মসচিব পদ দেওয়া হয়েছে।c