শান্তিরবাজারে বাইক দুর্ঘটনার শিকার ৩ যুবক

accidentবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ আগষ্ট ৷৷ রবিবার রাত আনুমানাক ১০ টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকায় একই বাইকে ৩ জন যুবক দুর্ঘটনার শিকার হয়। ঘটনার বিবরনে জানা যায়, রাত্রি বেলায় ৩ বন্ধু একত্রিত হয়ে শান্তিরবাজার থেকে বাইখোড়ার উদ্দ্যেশ্যে টি আর ০১ এল ৫১৪৭ নাম্বারের বাইকে করে রওনা হয়। কিন্তু শান্তিরবাজার এস ডি এম অফিস সংলগ্ন এলাকায় পৌঁছতে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে একটি রেলিংএ সজোরে ধাক্কা খেয়ে ছিটকে পরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিরবাজার এর ফায়ার সার্ভিস এর কর্মিবৃন্দ ও আরক্ষা প্তরের কর্মীরা ছুটে যান। সকলের সহযোগিতায় এই তিন জন যুবককে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এই তিন জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শান্তিরবাজার জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের এই আশঙ্কাজনক অবস্থা দেখে গোমতী জেলা হাসপাতালে রেফার করেন। এই তিন জন হলো সুমন সবর ( ১৮ ), পার্থ দেবনাথ ( ১৮ ) ও সুমন দাস ( ১৯ )। তাদের সকলের বাড়ী শান্তিরবাজার কেন্দ্রীয় বিদ্যালয় সংলগ্ন এলাকায় বলে জানা যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাদের অভিবাবক ও এলাকার লোকজন জেলা হাসপাতালে ছুটে যান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*