আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর ৷৷ ফের রাজ্যের উত্তর ত্রিপুরা জেলা থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর মহকুমার জাতীয় সড়কে একটি পেট্রোল ট্যাঙ্কারে তল্লাসি চালিয়ে তা থেকে ২,১০০ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, পুলিশের সন্দেহ হওয়ায় পেট্রোল ট্যাঙ্কারটি দ্রুত বেগে পালিয়ে যেতে চাইলে পুলিশ গাড়ি নিয়ে ধাওয়া করে ট্যাঙ্কারটিকে আটক করতে সক্ষম হয়। শুক্রবার এক সাংবাদিক সন্মেলনে ধর্মনগর থানার ভারপ্রাপ্ত ওসি বেনীমাধব দেব এই সংবাদ জানান। তিনি জানায়, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। তবে ট্যাঙ্কার চালক বা সহকারী কাউকেই আটক করতে পারেনি পুলিশ।