আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর ৷৷ গোটা দেশে জ্বালানীর মূল্য বৃদ্ধির ইস্যুতে আগামী ১০ সেপ্টেম্বর, ২০১৮ ভারত বনধের ডাক দিল কংগ্রেস। মূলত পেট্রোল ও ডিজেলের ক্রমশ মূল্য বৃদ্ধির ইস্যুতে এই বনধের ডাক দিয়েছে কংগ্রেস। এই বনধকে সফল করে তোলার জন্য দেশের সাধারিন মানুষ সহ অনান্য বিরোধী দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজৎ সিনহা জানান, গোটা দেশের সাথে রাজ্যেও এদিন ভারত বনধ পালন করা হবে।