নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর ।। রাজ্যে আকসার ঘটে চলছে চুরি পর্ব। কখনও দিন দুপুরে, আবার কখনও রাতের অন্ধকারে। বৃহস্পতিবার মধ্য রাতে এমনই একটি চুরির ঘটনা ঘটল উজান অভয়নগর বাজারের একটি কেরিং দোকানে। জানাযায়, শুক্রবার সকালে দোকানে এসে দোকানের মালিক গৌতম বাবু দেখতে পায় দোকানের দরজা ভাঙ্গা, ক্যাশে ৪৩ হাজার টাকা ছিল সেই টাকা নেই সাথে দোকানের হিসাবের খাতাও চুরি হয়ে গেছে। অভয়নগর ফাঁড়ি থানায় ঘটনা জানানো হলে পুলিশ এসে তদন্ত শুরু করে। পরে বাজার কমিটি থেকে অভয়নগর ফাঁড়ি থানায় ডেপুটেশান দেওয়া হয় ঘটনার সঠিক তদন্তের জন্য।
