গোপাল সিং, খোয়াই, ১৩ ডিসেম্বর ৷৷ রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের খোয়াই জেলা ভিত্তিক ৩ হাজার মেট্রিকটন রাসায়নিক সার গোদাম ঘরের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার দুপুরে খোয়াই পদ্মবিল ব্লক এলাকার ক্ষিরোদ নগরে ফলক উন্মোচন ও ফিতা কেটে গোদাম ঘরের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী প্রাণজিৎ সিং রায়। এই গোদাম ঘরটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ২ কোটি ৮১ লক্ষ টাকা। নাবার্ড থেকে এই টাকা মঞ্জুর করা হয়। খোয়াই জেলার ৩২ হাজার কৃষক এই রাসায়নিক সার গোদাম ঘরের সুবিধা ভোগ করতে পারবে। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা ডঃ দেবপ্রসাদ সরকার, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক প্রশান্ত দেববর্মা, খোয়াই মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান অমিত রক্ষিত প্রমুখ।