সাগর দেব, তেলিয়ামুড়া, ১৬ এপ্রিল ৷৷ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে কল্যাণপুর বাজারে বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে এক সুবিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার কল্যাণপুর শক্তি কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই মিছিলে উপস্থিত ছিলেন কল্যাণপুর শক্তি কেন্দ্রের প্রমুখ পূর্ণেন্দু ভট্টাচার্য, সহ প্রমুখ প্রজ্বল কৃষ্ণ মহারত্ন, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য হরি শংকর পাল, কল্যাণপুর মণ্ডলের সভানেত্রী জলি বর্মন, সাধারণ সম্পাদক কার্তিক দেবনাথ, খোয়াই জেলার যুব মোর্চার সভাপতি, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান এবং পঞ্চায়েত সদস্য সদস্যা বৃন্দ।