বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ এপ্রিল ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া থানার অধিনে পশ্চিম চড়কপাই এলাকায় মঙ্গাইমগ পাড়ায় মদের আসরে মারামারির ফলে মৃত্যুর মুখে ডলে পরে রঞ্জিত দেবনাথ (৪০) নামে এক ব্যক্তি। রঞ্জীত দেবনাথের বাড়ী বাইখোড়ার কুশারঘাট এলাকায়। জানা যায়, রঞ্জীত দেবনাথ সোমবার পশ্চিম চড়কপাই মঙ্গাই মগ পাড়ায় এক নিকট আত্মীয়ের বাড়ীতে বেরাতে আসেন। সেখানে নববর্ষ উপলক্ষ্যে রাত্রিবেলায় তিন বন্ধু মিলে মদ্যপানে বসে বলে জানা যায়। পরবর্তী সময় মদ্যপান শেষে দুই বন্ধু মিলে রঞ্জিত দেবনাথকে আক্রমন করে বলে অভিযোগ। আক্রমনের শিকার হয়ে রঞ্জীত দেবানাথ গুরুতর আহত হয়ে একটি জঙ্গলে পরে থাকে। মঙ্গলবার সকালে উনার আত্মীয় বাড়ীর লোকজন ও এলাকাবাসী রঞ্জীত দেবনাকে অর্ধমৃত অবস্থায় দেখতে পেয়ে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবার পথে মৃত্যুবরন করেন রঞ্জীত দেবনাথ। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শান্তিরবাজারের পুলিশের এস ডি পি ও নির্দেশ দেব ও বিশাল পুলিশ বাহিনী। বাড়ীর লোকজন জানান, লাসিঙ্গা মগ ও সুজিত দেবনাথ নামে দুই ব্যক্তি রঞ্জীত দেবনাথকে আক্রমন করেছে। নির্বাচনের প্রাক মুহুর্তে এই ধরনের আক্রমনে কোনো প্রকার রহস্য আছে কিনা তা নিয়ে তীব্র গুঞ্জন চলছে এলাকাবাসীর মধ্যে। ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে বলে জানান এস ডি পি ও নির্দেশ দেব। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা যায় আক্রমনের স্বীকার হয়ে মৃত্যুর মুখে ডলে পরে রঞ্জীত দেবনাথ।