দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৭ ডিসেম্বর ।। ত্রিপুরার রাজধানী আগরতলার চৌহদ্দী একেবারেই বিশালাকার নয়। মেট্রো সিটির সঙ্গে কোনোদিকেই তুলনা বাতুলনা মাত্র। তবে যারাই বাইরে থেকে আসেন তাদের অভিব্যক্তি হচ্ছে এখানকার মানুষ যেমন সহজ সরল, তেমনি এই শহরটায় পা দিলেই নষ্টা লজিক মানষিকতা হয়, কেউ বলেন ভীড় নেই, ব্যস্ততার উর্ধশ্বাসে চলতি মানুষের ছবি নেই – আগরতলা মানেই অন্যরকম প্রশান্তি। আজ থেকে ১৫-২০ বছর আগে যাদের আগরতলার সঙ্গে নানা কারনে সম্পর্ক হয়েছিল তাদের কথায় শহরটা অনেকটাই পাল্টে গেছে।
আগন্তুকের চোখে আগরতলার দৃশ্যান্তরে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র আজকের প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে নীল পোশাকের রাস্তাঘাট পরিস্কার রাখার দায়িত্বে থাকা মানুষদের কথা। গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই পেছনে AMC তাপ্পি লাগানো ঝাড়ু হাতে সাফাই কর্মীরা শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্তের রাজপথ পরিস্কার-এ ব্যস্ত থাকেন। হুল ফোঁটানো শীতে যখন নগরবাসী লেপ, কাথা মুড়ি দিয়ে বিছানায় শুয়েই সকাল অতিবাহিত করেন, সেই তীব্র শীতে কুয়াশাচ্ছন্ন সকালে কাজ করেন নিগমের সাফাই কর্মীরা। ক’দিন আগে আগরতলা পুর নিগম পুরস্কৃত হয়েছে – পুরস্কারের পেছনে সবচাইতে বড় অবদান ঝাড়ু হাতে মানুষ গুলোর। পুরস্কার নিয়ে বিস্তার প্রচার হয়েছে – নেপথ্যেই রয়ে গেছে সুন্দর শহরের নেপথ্যের নীল মানুষ গুলো।