এক মায়ের পেটে জন্ম নিল ব্যাঙ

bngমায়ের গর্ভে চিরাচরিত নিয়মে শিশু জন্ম নেয়। এটি কার অজানা। কিন্তু একটি ব্যতিক্রমি ঘটনা ঘটে গেল। ‘যা বিশ্বে আগে কখনই ঘটে নি।
১০ মাসের গর্ভবতী ছিলেন মা। পরে পেটে ব্যথা শুরু হয়। এর পরেই এ অলৌকিক সংবাদটি বাতাশের বেগেই ছড়িয়ে পড়ে চারদিকে।
এ বিরল ঘটনাটি ঘটেছে জিম্বাবুয়ের এক নারী একটি বড় আকারের ব্যাঙের জন্ম দিয়েছেন। সম্প্রতি আইহারারে এমন তথ্য জানিয়েছে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর বয়সী ঐ নারীর নাম নোন্সেবা নকিউবে। জিম্বাবুয়ের বুলাওয়াইও শহরে তার নিজস্ব ব্যবসা রয়েছে।
একটি স্থানীয় ট্যাবলয়েডকে সূত্র জানিয়েছে, নয় মাসের বেশি সময় ধরে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে নকিউবে চিন্তিত হয়ে পড়েন। তিনি উপদেশ নেয়ার জন্য বুলাওয়ের হাউজ অব প্রেয়ার চার্চে যান।
সেখানকার একজন ধর্মযাজক নকিউবেকে বলেন তার গর্ভে মানুষের বদলে অদ্ভূত কিছু একটা আছে।
ঐ ধর্মযাজক উমথুনইয়াকে চলতি সপ্তাহে বলেছেন, ‘দুই সপ্তাহ আগে আমি এক নারীর জন্য প্রার্থনা করেছিলাম। ঐ নারীটি ১০ মাসের গর্ভবতী ছিল। সে একটি ব্যাঙের জন্ম দিয়েছে।’

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*