আন্তর্জাতিক ডেস্ক, চীন, ২০ জুন ৷। লাদাখের গালোয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় সেনাকে হত্যার পর ভারতের প্রতিবেশিদের কাছে টানতে এবার আরেক রাজনৈতিক কৌশল শুরু করেছে চিন। ৫,১৬১টি বাংলাদেশী পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেয়ার কথা ঘোষণা করেছে চীন। আগামী ১লা জুলাই থেকে এই সুবিধা কার্যকর করা হবে বলে জানা যায়। বাংলাদেশ ইতিমধ্যে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট-এর আওতায় আগে থেকেই ৩০৯৫টি পণ্যে চীনের কাছ থেকে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। এবার শুল্কমুক্ত সুবিধার আওতায় বাংলাদেশকে চিন মোট ৮,২৬৫টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিল । এর ফলে পণ্য তালিকার ঝুড়িতে থাকা প্রায় ৯৭% বাংলাদেশি পণ্য চীনা বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার উপভোগ করবে। চীনের এই নয়া কৌশলকে ভারত ভালো দৃষ্টিতে দেখছে না বলে বিশেষজ্ঞগণ মনে করেন।