বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ জুন ৷। সরকারী কর্মচারী হয়েও বিনামূল্যে রেশন সামগ্রী পেলো জোলাইবাড়ীর এক জনৈক ব্যক্তি। জানা যায়, দক্ষিন জোলাইবাড়ীর বাসিন্দা দেবপ্রসাদ বিশ্বাস (গোবিন্দ) লকডাউন চলাকালিন সময়ে সরকারী সুবিধা হিসাবে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়েছেন। জানা যায়, দেবপ্রসাদ বিশ্বাস পেশায় একজন সরকারী শিক্ষক এবং তিনি এ পি এল কার্ডের অন্তভূক্ত। উনার এই রেশসামগ্রীর ব্যাপারে দক্ষিন জোলাইবাড়ী ২নং রেশন সোপে জানতে চাইলে সেখানকার কর্মরতা রেশন ডিলার ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, দেবপ্রসাদ বিশ্বাস একজন শিক্ষক। প্রসাশনিকভাবে লিষ্ট আসার কারনে বাধ্যতামূলক উনাকে বিনামূল্যে চাল দিয়েছে রেশন ডিলার। লোক গুঞ্জনে এই নিয়ে মহকুমা প্রসাশনের ভূমিকা নিয়ে প্রশ্ন জাগছে। মহকুমা প্রসাশনের খাদ্য দপ্তর সঠিকভাবে যাচাই করা ছারাই নেতৃত্বদের সুপারিশক্রমে এইভাবে অন্যায়কে সমর্থন করছেন বলে অভিযোগ। যার ফলে পকৃতভাবে যারা রেশন সামগ্রী পাবার কথা তারা বঞ্চিত রয়েগেছে। আর সরকারী সুযোগ সুবিধাগুলি ভোগ করছে বৃত্তশালী লোকজনেরা। যার সত্যতা দেখা গেলো জোলাইবাড়ী এলাকায়। এখন দেখার বিষয় এই রেশন সামগ্রীর বিষয় নিয়ে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।