আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুলাই ৷। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার নতুন সিলেবাসের ফলাফল ঘোষণা করা হবে আগামী ৩রা জুলাই অর্থাৎ শুক্রবার। এদিন সকাল ৯টায় রাজধানীর গোর্খাবস্তিস্থিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে এক সাংবাদিক সন্মেলনে ফলাফল ঘোষণা করবে পর্ষদ সভাপতি ডঃ ভবতোষ সাহা। এরপর ৯টা ৪৫ মিনিটে পর্ষদের ওয়েবসাইট www.tbse.in সহ www.tripura.nic.in, www.tripurainfo.com, www.tripuraresult.nic.in এবং www.tripurachronical.in ইত্যাদি পোর্টালে ফলাফল প্রকাশ করা হবে।