আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || রাজ্যে একদিনে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হন ১১২ জন। সোমবার রাজ্যে ১,২৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১১২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এদিন মুখ্যমন্ত্রী এক সোস্যাল মিডিয়া বার্তায় এই তথ্য জানান। মূখ্যমন্ত্রী জানান, এই ১১২ জনের মধ্যে ৩ জন দক্ষিণ ত্রিপুরা, ১৪ জন পশ্চিম ত্রিপুরা, ১ জন উত্তর ত্রিপুরা, ৪০ জন খোয়াই জেলা, ৪১ গোমতী জেলা, ৯ জন সিপাহীজলা জেলা, ৩ জন ধলাই জেলা এবং ১ জন ঊনকোটি জেলার বাসিন্দা।
রাজ্যে বতর্মানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,৬৯৩ জন।