সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে সি বি আই চাওয়া ভুয়ো টুইট ভাইরাল

924984-rj2তারায় তারায় ডেস্ক, মুম্বাই, ০৭ জুলাই ৷। সম্প্রতি টুইটারে সুশান্ত সিংহ রাজপুতের বাবা কে কে সিংহ-এর একটি নকল অ্যাকাউন্টের টুইটকে ভিত্তি করে কিছু সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হবার পরই সেই ভুয়ো টুইট ভাইরাল হয়ে পড়ে। ওই অ্যাকাউন্ট থেকে করা টুইটে এই অভিনেতার মৃত্যুতে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্তের দাবি তোলা হয়েছে। এই প্রতিবেদনটি বিভিন্ন সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশিত হয়। এই ভুয়ো টুইটার হ্যান্ডেলের কথার ওপর ভিত্তি করে ফেসবুকেও এই কথাটি ভাইরাল হয়েছে যে সুশান্ত সিংহ রাজপুতের বাবা তাঁর ছেলের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন।
জানা যায়, রাজপুতের বাবার এই অ্যাকাউন্টটি আনফিসিয়াল। ২০২০ সালের ২৪ জুন তৈরি করা এই অ্যাকাউন্টটির আগের আর্কাইভ দেখলে জানা যায় এর আগে এই ইউজার অ্যাকাউন্টটিকে মিথ্যে ভাবে “অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট কেকে সিং, ফাদার অব সুশান্ত সিং রাজপুত” বলে উল্লেখ করেছে। টুইটগুলিকে বিশ্বাসযোগ্য করার জন্যই তা করা হয়েছিল। এর মধ্যেই অ্যাকাউন্টটির ফলোয়ার সংখ্যা ১০,০০০-এর বেশি।
ওই হ্যান্ডেলের টুইটগুলি বার বার রিটুইট হওয়ার পর এই অ্যাকাউন্টটি বায়ো বদলে দেয়। খুব মন দিয়ে লক্ষ করলে দেখা যাবে প্রথমে এই হ্যান্ডেলটি বলিউডের স্বজনপোষণ নিয়ে টুইট করছিল। পরে দেখা যায় অভিনেতার মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে এখানে ভোট করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*