
জানা যায়, রাজপুতের বাবার এই অ্যাকাউন্টটি আনফিসিয়াল। ২০২০ সালের ২৪ জুন তৈরি করা এই অ্যাকাউন্টটির আগের আর্কাইভ দেখলে জানা যায় এর আগে এই ইউজার অ্যাকাউন্টটিকে মিথ্যে ভাবে “অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট কেকে সিং, ফাদার অব সুশান্ত সিং রাজপুত” বলে উল্লেখ করেছে। টুইটগুলিকে বিশ্বাসযোগ্য করার জন্যই তা করা হয়েছিল। এর মধ্যেই অ্যাকাউন্টটির ফলোয়ার সংখ্যা ১০,০০০-এর বেশি।
ওই হ্যান্ডেলের টুইটগুলি বার বার রিটুইট হওয়ার পর এই অ্যাকাউন্টটি বায়ো বদলে দেয়। খুব মন দিয়ে লক্ষ করলে দেখা যাবে প্রথমে এই হ্যান্ডেলটি বলিউডের স্বজনপোষণ নিয়ে টুইট করছিল। পরে দেখা যায় অভিনেতার মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে এখানে ভোট করা হয়েছে।