
সংবাদ মাধ্যম গনতন্ত্রের প্রহরী। ঘাত ও প্রতিঘাতে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ সবাইকে ভালো তথ্যযুক্ত খবরে আপডেট করে চলছেন ৭ বছর শেষে ৮ম পালক। মানুষের আশা ভরসার জায়গা করে নিয়েছে সম্পাদক শান্তনু চক্রবর্তীর কলা কুশলতায়। সকল পরিবারের কলা কুশলীদের অবদানও কম নয় এই সুনাম করারা পেছনে। সকলকে অফুরান শুভেচ্ছা।
ধন্যবাদান্তে দীপংকর দেব।
সম্পাদক, নিউজ টপ লিংক।
১২ই জুলাই, ২০২০। আগরতলা।