ঘাত ও প্রতিঘাতে ‘নিউজ আপডেট’ সবাইকে তথ্যযুক্ত খবরে আপডেট করে চলছে – তরুণ লেখক দীপংকর দেব

Dipankar daআগরতলা, ১২ জুলাই ৷। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ এর সপ্তম বর্ষপূর্তিতে অগুনিত শ্রদ্ধেয় পাঠকরা যেভাবে পাশে থেকে শুভেচ্ছা জানিয়েছেন, তাতে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ সত্যি আপ্লুত। আগরতলা থেকে রাজ্যের তরুণ লেখক, কবি এবং নিউজ টপ লিংক’র সম্পাদক দীপংকর দেব উনার কলমে শুভেচ্ছা বার্তা প্রদান করেছে। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ পরিবারের তরফে উনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। দীপংকর বাবুর কলমে –
 
সংবাদ মাধ্যম গনতন্ত্রের প্রহরী। ঘাত ও প্রতিঘাতে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ সবাইকে ভালো তথ্যযুক্ত খবরে আপডেট করে চলছেন ৭ বছর শেষে ৮ম পালক। মানুষের আশা ভরসার জায়গা করে নিয়েছে সম্পাদক শান্তনু চক্রবর্তীর কলা কুশলতায়। সকল পরিবারের কলা কুশলীদের অবদানও কম নয় এই সুনাম করারা পেছনে। সকলকে অফুরান শুভেচ্ছা।
ধন্যবাদান্তে দীপংকর দেব।
সম্পাদক, নিউজ টপ লিংক।
১২ই জুলাই, ২০২০। আগরতলা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*