সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ জুলাই ৷। করোনা আক্রান্ত রোগীকে আগরতলায় নিয়ে আসার পথে ঘটলো দুর্ঘটনা। আহত চারজন বলে জানা যায়। জানা যায়, মুঙ্গিয়াকামি হাসপাতালের এ্যাম্বুলেন্সে করে কল্যাণপুর থেকে করোনা রোগীকে আগরতলায় দিয়ে আসার পথে তেলিয়ামুড়া থানা এলাকায় এগিয়ে চলো ক্লাব সংলগ্ন এলাকায় গাড়িতে দুর্ঘটনার কবলে পড়ে। সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহত গাড়িচালকসহ নার্স চারজনকে অন্য একটি এ্যাম্বুলেন্সের মাধ্যমে তেলিয়ামুড়া হাসপাতালে পাঠায়। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা উত্তেজিত হয়ে পড়ে। পরে যদিও পুলিশের হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে। এই দুর্ঘটনা কেনই বা ঘটলো সে বিষয়ে রয়েছে নানান প্রশ্ন। চালকসহ অন্যান্যরাকি মদমত্ত অবস্থায় ছিলেন সে বিষয়ে উড়িয়ে দিচ্ছেন না এলাকাবাসীরা।