সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ জুলাই ৷। কিছুতেই পিছু ছাড়ছে না পথ দুর্ঘটনা। সোমবার আনুমানিক বেলা ২টা নাগাদ তেলিয়ামুড়া চাকমা ঘাট বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বিয়ের বরযাত্রী নিয়ে TR01 AR 0704 নম্বরের একটি ইকো গাড়ি কুমারঘাট থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। তেলিয়ামুড়া চাকমাঘাটস্থিত বিশ্বকর্মা মন্দিরের কাছাকাছি আসতেই গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ থেকে ২৫ ফুট খাদে পড়ে যায়। ঘটনাস্থলে আহত হয় চালকসহ মোট ৬ জন বরযাত্রী। এদের মধ্যে উদয়পুরের দুলাল দত্ত (৫৫), আগরতলা চারিপাড়ার দীপঙ্কর দত্ত (৩২), গাড়ীর চালক আগরতলা কাঠালতলী এলাকার আশীষ দাস (৩০), টুনু রাম দত্ত (৫৫), শুভ রাম দত্ত (৬০) এবং চারিপাড়াস্থিত শিবির টিলার রুপালি দত্ত (২১) গুরুতর আহত হয়। ঘটনার খবর আসে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তাদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। তারা হল চালক আশিস দাস ও টুনু রাম দত্ত। আর বাকি ৪ জনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।