আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ আগষ্ট ৷। রাজ্যের পালকে এক অনন্য সন্মান। রাজ্যের এক যুবক ইউ পি এস সি’তে সিভিল সার্ভিস (মেইন) পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৭২২ রেংক করেছে। তাঁর নাম হল ধীমান চাকমা। রোল নম্বর হল ৫৮০৭৪০৬। তার এই সাফল্যে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং শিক্ষামন্ত্রী রতন লাল নাথ অভিনন্দন জানিয়েছেন।