সমাজদ্রোহীদের আক্রমণের মুখে এক ব্যক্তি

WhatsApp Image 2020-08-16 at 1.08.06 PMআপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৬ আগষ্ট ৷। শনিবার বিকেলে বক্সনগর স্হিত নগর গ্রামের এক অতি দরিদ্র বাসিন্দা খলিল মিয়াকে সমাজদ্রোহী ইমন মিয়া, রিমন মিয়া, সুলতান মিয়া এবং কাউছার আহম্মেদ (বাপ্পী) সামান্য কিছু লেনদেনকে কেন্দ্র করে বেধরক ভাবে পিটিয়ে, প্রায় অর্ধমৃত অবস্থায় ফেলে রাখে বলে অভিযোগ করেন খলিল মিয়া। তারপর তার ঘর থেকে নগদ পাঁচ হাজার টাকা এবং অন্যান্য মূলবান সামগ্রি চুর করে নিয় চলে যায় বলেও অভিযোগ। এরপর এলাকার জনগন খবর পেয়ে কলমচৌড়া থানায় খবর দেয়। থানা বাবুরা এসে তাকে বক্সনগর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*