সাগর দেব, তেলিয়ামুড়া, ১৬ আগষ্ট ৷। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসলো বড়মুড়া পাহাড়ের খামতিং বাড়ি এলাকার উপজাতি গিরি বাসীরা। রবিবার দুপুর ১২টা থেকে অনির্দিষ্ট কালের জন্য সালকা বাড়ি থেকে ওএনজিসি (ONGC) লিক পয়েন্ট যাওয়ার রাস্তাটি বন্ধ করে দেয়। তাদের অভিযোগ তাদের এখানে কোন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। যদিও কিছু পরিমাণ জল গাড়ি করে রাস্তার পাশে দেওয়া হয় তাও রাস্তার পাশের বাড়ি ঘর গুলো পেয়ে থাকে। তাদের একমাত্র জলের উৎস হাওড়া ছড়ার জল। বিগত দুই তিন মাস ধরে ওএনজিসি’র বজ্র পদার্থ গুলো এই ছড়ার জলে যাওয়ায় দুর্গন্ধযুক্ত জল পান করে জীবন জীবিকা নির্বাহ করতে হচ্ছে ওই এলাকার গিরি বাসীদের। এই স্থান থেকেই বাসন ধোয়া, কাপড় কাচা সমস্ত কিছুই করতে হয়। যার ফলে দুরারোগ্য ব্যাধির আশঙ্কায় আশঙ্কিত ওই এলাকার গিরি বাসীরা। বার বার দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই একপ্রকার বাধ্য হয়ে অনির্দিষ্ট কালের জন্য রাস্তা অবরোধে বসলো গিরি বাসীরা।