আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট ৷। গোটা রাজ্যের আথে তাল মিলিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়েও পালিত হল মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১২তম জন্ম জয়ন্তী। বুধবার সকালে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্য বিজেপি’র প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী জওহর সাহা, প্রদেশ বিজেপি’র সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত প্রমুখ। এদিন উপস্থিত দলীয় কর্মকর্তারা মহারাজার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন।