আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট ৷। যথাযোগ্য মর্যাদায় রাজ্যে পালিত হয় মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১২তম জন্ম জয়ন্তী। রাজ্যের মূল অনুষ্ঠানটি সংগঠিত হয় রাজধানীর রাধানগরস্থিত বেনুবন বিহারে (বুদ্ধ মন্দির)। বুধবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী এবং উপ-মূখ্যমন্ত্রী মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মূখ্যমন্ত্রী বলেন, তৎকালীন সময়ে মহারাজা দ্বারাই এই বেনুবন বিহার মন্দিরটি নির্মাণ করেছিলেন। তাছাড়া তিনি ১৯৩৫ সালে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, আগরতলা বিমানবন্দর, দেশলাই ফ্যাক্টরি গড়ে তুলেন। তিনি আধুনিক ত্রিপুরা গড়ে তোলার জন্য কাজ শুরু করেছিলেন।
উপ-মূখ্যমন্ত্রী বলেন, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের বহুমূখী প্রতিভা ছিল। রাজ্যবাসীর সৌভাগ্য উনার মতো একজন রাজা পেয়েছিলেন। ১৯৪২ সাথে রাজ্যে আধুনিক সংবিধান করেছিলেন তিনি। যাতে সমাজে পিছিয়ে পড়া লোকেদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল।