আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৫ আগষ্ট || বক্সনগর আর ডি ব্লকের অধীনে থাকা তিনটি এডিসি ভিলেজ যথাক্রমে দয়াল পাড়া, বিজয়নগর ও ধনিরামপুর এলাকার মোট ১৫ জন বেনিফিসিয়ারীকে দুই কিস্তিতে শূকরছানা ও ঔষধ প্রদান করা হয়। বক্সনগর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে আয়োজিত এই শূকর ছানা প্রদান কালে উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার। এছাড়াও ছিলেন বক্সনগর বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক শ্যামলকান্তি দাস, বিজেপি’র মন্ডল সদস্য রাসেল মিয়া সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
এই শূকরছানা প্রদানকালে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার বলেন, এডিসি এলাকার উপজাতি মহিলারা যাতে নিজেরা শূকর পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন, তার জন্য রাজ্য সরকার সর্বদা সচেষ্ট রয়েছেন।