আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর ৷। আগামী ৩রা সেপ্টেম্বর কংগ্রেসের ডাকা ১২ ঘন্টার ত্রিপুরা বনধের দিন পরিবর্তন করা হয়েছে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রয়াত হওয়ায় বনধের দিন পরিবর্তন করা হয়েছে বলে জানান ছাত্র নেতা সম্রাট রায়। মঙ্গলবার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে ছাত্র নেতা সম্রাট রায় জানান, ৩রা সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ৮ই সেপ্টেম্বর গোটা রাজ্যে ১২ ঘন্টার ত্রিপুরা বনধ পালন করা হবে।