সরকারি নিয়ম নির্দেশিকা মেনে শুরু হল জেইই পরীক্ষা

118764465_2774436862657971_4189262406538192662_oআপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর ৷। মঙ্গলবার থেকে শুরু হল জেইই পরীক্ষা। এদিন রাজ্যের বিভিন্ন সেন্টারে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। সম্পূর্ণ সরকারি নিয়ম নির্দেশিকা মেনে ও প্রশাসনিক সহযোগীতায় সম্পন্ন হয়েছে জে ই ই পরীক্ষার প্রথম দিন। বিনা বাঁধায় ও নিশ্চিন্তে পরীক্ষা দিতে পেরে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও খুশি বলে জানা গেছে।
জেইই ও নিটের আগামীদিনের পরীক্ষাগুলিও এভাবেই সম্পন্ন হবে বলে জানান রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*