বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ সেপ্টেম্বর ৷। জলে ডুবে মৃত্যুর মুখে ঢলে পরলো ১৪ বছরের এক কিশোরি। ঘটনার বিবরনে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নারাইফাং বি এস এফ ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা দিনদয়াল চৌধুরীর ১৪ বছরের কন্যা তনুশ্রী চৌধুরী ও তার দুই বোন তাদের পুকুরে স্নান করতে যায়। স্নান করার সময় তিন বোন জলের মধ্যে সাঁতার কেটে খেলা করতে গিয়ে হঠাৎ করে তনুশ্রী জলে ডুবে যায়। জানা যায়, তনুশ্রী সঠিক ভাবে সাঁতার কাটতে জানে না। তাই পুকুরের জলে ডুবে মৃত্যুর মুখে ঢলে পরে সে। ঘটনার পরবর্তী সময় এলাকার লোকজন তনুশ্রীকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তনুশ্রী চৌধুরীকে দেখে মৃত বলে ঘোষনা করেন। হাসপাতালের চিকিৎসক সংবাদ মাধ্যমের সামনে জানান, মনয়াতদন্তের পর প্রাথমিক ভাবে জানা যায় তনুশ্রী চৌধুরীর জলে ডুবে মৃত্যু হয়েছে। এই অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান শান্তিরবাজার থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার। ১৪ বছরের এই কিশোরির অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।