আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ সেপ্টেম্বর ৷। রবিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয় ৩৯৯ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয় আরও ৫ জনের। এদিন রাজ্যে ৩,১৬০ জনের নমুনা পরীক্ষা হয়। তার মধ্যে ৩৯৯ জনের রিপোর্ট পজেটিভ আসে। এই ৩৯৯ জনের মধ্যে ২০৬ জন পশ্চিম ত্রিপুরা, ২৯ জন উত্তর ত্রিপুরা, ৪৭ জন ধলাই, ২০ জন খোয়াই, ২৪ জন সিপাহীজলা, ২১ জন গোমতী, ২৭ জন দক্ষিণ ত্রিপুরা এবং ২৫ জন ঊনকোটি জেলার বাসিন্দা।