সমর চৌধুরী স্মৃতি মার্কেট থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ

IMG_20200911_112951বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ সেপ্টেম্বর || শান্তিরবাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেট থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। বৃহস্পতিবার সাত সকালে শান্তিরবাজারে আগত ক্রেতা বিক্রেতারা সমর চৌধুরী স্মৃতি মার্কেটের গ্রেস্ট হাউজের সিঁড়িতে দেখতে পায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। মৃতদেহ দেখার পর বিষয়টি জানানো হয় শান্তিরবাজার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার পুলিশ। জানা যায়, আগরতলা কামার পুকুর পাড়ের বাসিন্দা অভিজিৎ চৌধুরী গত পরশুদিন শান্তিরবাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেটের গ্রেস্ট হাউজে থাকার জন্য রুম ভাড়া নেন। বৃহস্পতিবার সকালে উনার চলে যাওয়ার কথা ছিলো। কিন্তু এদিন সকালবেলা খবর আসে অভিজিৎ চৌধুরী ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যান। এই মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা। সাতসকালে বাজারে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সমগ্র বাজার জুরে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*