আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷। সোমবার ছিল ত্রিপুরা বিধানসভায় এক দিবসীয় বর্ষাকালীন অধিবেশন। এদিন অধিবেশন শুরু হবার পর রাজ্যের বিরোধীদল সি পি আই (এম) এর বিধায়করা কথা বলার সুযোগ না পেয়ে ওয়াক আউট করে নেয়। বিরোধীরা বিধানসভার বাইরে এসে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভস্থল থেকে বিরোধী দল নেতা মানিক সরকার সাংবাদিকদের বলেন, বিধানসভার বাইরে যেমন রাজ্যের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে রাজের শাসক দল, তেমনি বিধানসভার ভেতরেও বিরোধীদলের নেতৃত্বদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে রাজের শাসক দল। তিনি বলেন, বিধানসভার ভেতরে বিরোধীদলে তরফে একাধিক বিষয়ে জনস্বার্থে আলোচনার আগ্রহ থাকলেও কথা বলার সুযোগ নেই। তাই বিরোধী নেতৃত্বদের ওয়াক আউট করে বেরিয়ে আস্তে হল বলে জানান বিরোধী দল নেতা মানিক সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, ভানুলাল সাহা প্রমুখ।