বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর ৷। শান্তির বাজার মহকুমার অন্তর্গত তাকমাছড়া বাজার সংলগ্ন এলাকায় বসবাস করেন জনৈক এক ব্যাক্তি আমির হোসেন। আমির হোসেন রাজনৈতিক দিক দিয়ে সি পি আই (এম) এর একনিষ্ঠ কর্মী। রবিবার প্রতিছড়ী এলাকায় গণমুক্তি পরিষদ কতৃক আয়োজিত ১১ দফা দাবির ভিত্তিতে সংঘটিত মিছিলে যোগদান করে আমির হোসেন। পরবর্তী সময় এদিন রাতে কিছু সংখ্যক যুবক গাড়ী ও বাইকে করে এসে আমির হোসেনের বাড়ী গেইট কেটে ঘরে অগ্নি সংযোগ করে বলে অভিযোগ। যুবকগুলি মুখে কালো কাপর বেধে এসেছে। তার পাশাপাশি তাদের মাথায় ছিলো হেলমেট। তাই আমির হোসেন কাউকে সঠিকভাবে চিনতে পারেননি বলে জানান। আমির হোসেন সংবাদমাধ্যমের সামনে জানান, দুস্কৃতিকারিরা অগ্নিকান্ডে পূর্বে উনার ঘরে প্রবেশ করে ভাংচুর চালায়। অগ্নি কান্ডের পর খবর দেওয়া হয় শান্তিরবাজার দমকল বাহিনীদের। ঘটনার খবর পেয়ে দমকল বাহীনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এই অগ্নিকান্ডের ঘটনার পর তাকমাছড়া এডিসি ভিলেজে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।