তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও শেষ হচ্ছে না তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন দ্বিতল পাকা ভবনটির কাজ

IMG_20200929_130811আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ সেপ্টেম্বর || ২০১৭ সালে শিলান্যাসের পরেও তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল বিশিষ্ট নতুন পাকা ভবনটির কাজ এখন পর্যন্ত সম্পন্ন হলো না দীর্ঘ তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও। এ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা শুরু হয়েছে তেলিয়ামুড়ার শিক্ষা অনুরাগী মহলে।
৫ই  মার্চ ২০১৭ ইং তারিখে তৎকালীন শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তীর হাত ধরে তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট নতুন পাকা বাড়িটি বেশ ঘটা করে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। কাজ ও চলছিল বেশ দ্রুত গতিতেই। কিন্তু নতুন পাকা বাড়ি নির্মাণ করা হবে তা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা আশার আলোও উঁকি দিয়েছিল। কাজ শুরুর এক বছরের মধ্যেই রাজ্য রাজনীতিতে পালাবদল ঘটে। রাজ্যে ক্ষমতার মসনদে বসে বিজেপি-আইপিএফটি জোট সরকার। ২০১৮-২০ সাল প্রায় শেষ হতে চললেও কাজ চলছে কচ্ছপ গতিতে।
তবে যতদূর জানা গেছে, আর বেশ কয়েক মাস পরে কাজটি সম্পন্ন করেই পূর্ত দপ্তর বিদ্যালয় পরিদর্শকের হাতে হস্তান্তর করবে। আর এই নতুন পাকা ভবনটির উদ্বোধন করবেন বর্তমান রাজ্য সরকারের শিক্ষা দপ্তর। এব্যপারে বলতে গিয়ে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির দেবনাথ জানান, বিদ্যালয়ের নতুন পাকা বাড়ির কাজ অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। মিহির বাবু বিদ্যালয়ে দায়িত্ব পাওয়ার দেড় বছর আগে থেকেই এই কাজটি চলছে। নতুন পাকা বাড়ির কাজ যে ধীরগতিতে হচ্ছে এ ব্যপারে তিনি দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরেও নিয়েছিলেন, কিন্তু কোন সদুত্তর পাওয়া যায়নি বলেও তিনি নিজ মুখে অপকটে স্বীকার করেন।
তাছাড়া ওই কাজের দায়িত্ব প্রাপ্ত এক কর্মী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিদ্যালয়ে প্রায়শই কোন না কোন অনুষ্ঠান, সভা, কিংবা পরীক্ষা থাকে। সেহেতু কাজ করতে গেলে শব্দ হয় সে ক্ষেত্রে অনেক সময় কাজ বন্ধ রাখতে হয় ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*