আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৯ সেপ্টেম্বর ৷। সাধুর ত্রিশূলের আঘাতে গুরুতর ভাবে জখম হল একজন শিক্ষক। আশংকাজনক অবস্থায় বর্তমানে তিনি রাজধানীর আই এল এস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনা সিপাহীজলা জেলার বক্সনগর এলাকায়। জানা যায়, আহত শিক্ষকের নাম বিশ্বেন্দু শর্মা। বাড়ি ইন্দ্রনগর এলাকায়। ত্রিশূলটি উনার মুখের এপার ওপার করে দেয়। এই অবস্থায়ই তিনি রাস্তায় সাহায্য চাইছিলেন এবং বাঁচাবার আর্তনাদ করছিলেন। আশংকাজনক অবস্থায়ই তিনি জানান, তিনি স্কুলে যাচ্ছিলেন। গাঁজা সেবনকারী এক সাধু আচমকা তাঁর উপর প্রহার করেন। স্থানীয় লোকেরা সাধুটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।