আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর || প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা, মনিপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা তথা দেশের কৃষক-সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিজম ইরাবৎ সিং’এর জন্মজয়ন্তী পালন করা হয়। বুধবার উনার ১২৪’তম জন্মদিবস উপলক্ষে সিপিআই সদর বিভাগীয় পরিষদের পক্ষ থেকে ধলেশ্বরের কল্যাণীস্থিত ওনার আবক্ষ মূর্তির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এদিন ওনার আবক্ষ মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই রাজ্য সহ সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাস, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই সদর বিভাগীয় সহ সম্পাদক তপন নন্দী, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই ধলেশ্বর শাখা সম্পাদক সুব্রত দেবনাথ, সিপিআই নেত্রী সুস্মিতা নন্দী, সিপিআই রাজ্য পরিষদ সদস্য রতন শর্মা, AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত, AISF রাজ্য কনভেনর শুভদিপ মজুমদার প্রমুখ।