আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকের পর এবার আক্রান্ত সংবাদপত্র। উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে হকারের কাছ থেকে প্রভাতী দৈনিক পত্রিকা ‘প্রতিবাদী কলম’ পত্রিকা নিয়ে সমস্ত পত্রিকা রাস্তায় ছিঁড়ে ফেলে দেয় একদল দুস্কৃতি বাহিনী।
এই ঘটনায় উত্তাল হয়ে উঠে রাজ্যের সংবাদমাধ্যম। চলে দফায় দফায় ধর্ণা। প্রতিবাদী কলম পত্রিকা ছিড়ে ও পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় অ্যাসেম্বলি অব জার্নালিস্টস।
উদয়পুরের রাজারবাগ স্ট্যান্ডে প্রতিবাদী কলম পত্রিকা ছিড়ে ফেলায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে গোমতী জেলা পুলিশ সুপার লাকি চৌহানের নিকট ডেপুটেশন দিলেন এবং রাজধানীর পুলিশ হেড কোয়ার্টারে ধর্ণা দিলেন ফোরাম ফর ডেভলপমেন্ট এন্ড প্রটেকশন অফ মিডিয়া কমিউনিটি।
অবশেষে আটক করা হল ৭ অভিযুক্তকে। যদিও রবিবার আদালত তাদের জামিন মঞ্জুর করেন।