আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর || সোমবার সিপিআই প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত সুনীল দাশগুপ্তের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে পার্টির রাজ্য দপ্তরে (জুনু দাস ভবন) এক স্মৃতি চারণ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথমেই প্রয়াত সুনীল দাশগুপ্তের স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ওনার প্রতিকৃতিতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় প্রয়াত সুনীল দাশগুপ্তের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিপিআই রাজ্য সম্পাদক রঞ্জিত মজুমদার, সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডা:যুধিষ্ঠির দাস, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য এবং বিশিষ্ট লেখক মানস দেববর্মন। এছাড়াও বক্তব্য রাখেন পার্টির রাজ্য কার্য্যকরী পরিষদের সদস্য ধনমনি সিং, সুরজিৎ ভট্টাচার্যী এবং পার্টি সদস্য বিভাস ভট্টাচার্যী। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ পার্টি নেতা রমেন্দ্র দত্ত গুপ্ত। সভা থেকে সিপিআই রাজ্য দপ্তরের দ্বিতলে সভাগৃহ প্রয়াত সুনীল দাশগুপ্তের স্মৃতিতে নামাঙ্কিত করা হয়।