আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ডিসেম্বর ৷। জিরানীয়াস্থিত বীরেন্দ্র নগর হাই স্কুল সফরে গেলেন ছাত্রনেতা সম্রাট রায়। মঙ্গলবার তিনি স্কুলে গিয়ে নানান দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শুনে থ বনে যান। ছাত্রনেতা সম্রাট রায়ের কাছে স্কুল পড়ুয়ারা অভিযোগ করে বলে, নবম শ্রেণীতে বছর বাঁচাও নিয়ম অনুযায়ী ৮৯ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র দুই জন পাশ করেছে। বাকিরা ফেল করেছে। সম্রাট রায় স্কুল পরিচালন কমিটি, শিক্ষা মন্ত্রী, শিক্ষা অধিকর্তার নিকট প্রশ্ন রেখে বলেন, এটা কি করে সম্ভব? শ্রী রায় সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলেন, আপনারাই বলুন এটা কি করে সম্ভব? তাহলে কি ধরে নিতে হবে স্কুলে পড়াশোনা কিছুই হয়নি। বছর বাচাও অভিযানের সুতো ধরে ছাত্রদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন ছাত্র নেতা সম্রাট রায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। তিনি অভিযোগ করে বলেন, স্কুলে শিক্ষক নেই, অষ্টম শ্রেনীর ছাত্রদের সাথেও স্কুল কর্তৃপক্ষ বিমাত্রী সুলভ আচরন করেছে। এটা মেনে নেওয়া যায় না। সম্রাট রায় ছাত্রদের স্বার্থ রক্ষার জন্য পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের স্বার্থে প্রয়জনে আন্দোলনের হুমকি দেন তিনি।