আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ডিসেম্বর ৷। রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থায় অগ্ৰগতির জন্য “বছর বাঁচাও” পরীক্ষার ব্যবস্থা করে যাতে ছাত্রদের একটি অসাফল্যার জন্য একবছর নষ্ঠ না হয়। কিন্তু এই পরীক্ষা দেওয়া পর কোন কোন বিদ্যালয়ে ৯৫% ছাত্রদের পূনরায় উতিন্ন্য করা হয় নি। স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠেছে উতীন্ন যদি নাই করার উদ্দেশ্যে ছিল তাহলে পরীক্ষা নেওয়া নাটকীয় অনুষ্ঠানের কি প্রয়োজন ছিল। এইদিকে এই ফলাফল নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হয় মঙ্গলবার আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যালয়ে, রাজ্যের ছাত্রনেতা সম্রাট রায়ের উদ্যোগে ছাত্রদের নিয়ে ঘেরাও করা হয় বিদ্যালয়। একই ঘটনা জিরানীয়ার বীরেন্দ্র নগর বিদ্যালয়েও। এই ঘেরাওকে কেন্দ্র করে সম্রাট রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে তুগলকের শাসন ব্যবস্থার সাথে তুলনা করেন। তিনি পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে, যদি সরকার ছাত্রদের জন্য এই ব্যবস্থা পরিবর্তন না করে তাহলে কিছু দিনের মধ্যে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে।