শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের নিয়ে ছাত্রনেতার শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও

IMG-20201203-WA0041আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর || রাজ্যে করোনা মহামারীর জন্য লকডাউনের পর বিভিন্ন জল্পনার অবশাস ঘটিয়ে আগামী ৭ই ডিসেম্বর থেকে রাজ্যের বিদ্যালয় ও কলেজগুলি খোলার অনুমতি দিয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তর। কিন্তু রাজ্যের বর্তমানে বিদ্যালয়গুলি যেন মালি বিহিন ফুল বাগানের মত অবস্থা, অথাৎ পর্যাপ্ত পরিমাণে তো দূরের কথা বিদ্যালয় চালানোর মত নূন্যতম শিক্ষকের ব্যবস্থা নেই। নেই কোন সুপরিকল্পিত ব্যবস্থা। বৃহস্পতিবার ছাত্রনেতা সম্রাট রায় এই অভিযোগ করেন। তিনি বলেন, বার বার বিদ্যালয় খুলবে বলে ঘোষণা দিয়ে আবার সিদ্ধান্ত পরিবর্তনের বহু উদাহরণ দেখেছেন রাজ্যবাসী। এরমধ্যে রাজ্যের সুনামধন্য বিদ্যালয় বুধজ্জংছাত্র বিদ্যালয়ে একদিনে ১৩ জন শিক্ষক বদলি নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে ছাত্র মহলে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে রাজ্যের ছাত্রনেতা সম্রাট রায় ছাত্রদের নিয়ে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করে। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় পশ্চিম থানায়। সম্রাট রায় গ্রেপ্তার বরণ করে সাংবাদিকদের জানান, ছাত্রদের আন্দোলনকে এইভাবে পুলিশ লেলিয়ে রোখা যায় না, আন্দোলন আরো তীব্র হবে। তিনি আরো বলেন, ছাত্রদের এই অসুবিধাগুলি যদি অনতিবিলম্বে সমাধান করা না হয় তাহলে কিছু দিনের মধ্যেই হাজার হাজার ছাত্রদের নিয়ে মূখ্যমন্ত্রীর বাড়ি ঘেরা করা হবে। তিনি পাশাপাশি অভিযোগ করেন, শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরকে একটি রঙমঞ্চে পরিনত করে ছাত্রদেরকে নাটকে মহরা হিসেবে খেলছে, কিন্তু এটি বরদাস্ত করা হবে না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*