ছিপি লাগানো পরিশুদ্ধ পানীয় জলের বোতলে ছত্রাক, প্রশ্ন নানা মহলে

IMG-20201214-WA0031সাগার দেব, তেলিয়ামুড়া, ১৪ ডিসেম্বর || “জলই জীবন” – কিন্তু এই জীবন দায়ী জল প্রস্তুতকারী একাংশ সংস্থা নিজেদের খামখেয়ালিপনার নজির দিনের পর দিন রেখেই চলছে। এবার অভিযোগের তীর উঠলো রাজ্যের অন্যতম ব্র্যান্ডের পানীয় জল প্রস্তুতকারী সংস্থা “Life Drop”-র দিকে। অভিযোগ, তেলিয়ামুড়ার সড়কের মোরে থাকা একটি ছোট টং দোকানের মধ্যে “Life Drop”-র একটি ১ লিটার ছিপি লাগানো জলের বোতলে ছত্রাক জাতীয় কিছু দেখা যায়। সংশ্লিষ্ট বিষয় তেলিয়ামুড়া শহরে জানা জানি হতেই উক্ত কোম্পানীর স্বচ্ছতা ও পরিশুদ্ধ প্যাকেট জাত পানীয় জলের বিষয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনার বিবরণে জানা যায় যে, তেলিয়ামুড়ার স্থানীয় এলাকার জৈনক নিতু রায় তেলিয়ামুড়ার “Old TRTC” তথা পরিবহন দপ্তরের সামনের একটি ছোট্ট সুজিত ঘোষের টং দোকান থেকে ১ লিটার একটি “Life Drop” কোম্পানির পানীয় জলের বোতল ক্রয় করেন। কিন্তু ততক্ষণাই তিনি বোতলের ছিপি খুলে সেই জল খাওয়ার মুহুর্তেই হঠাৎ তাঁর নজরে আসে যে ওই জলের বোতলের মধ্যে কালো বর্ণের ছত্রাক জাতীয় কিছু একটা রয়েছে। পরে এই ঘটনাটি মুহূর্তের মধ্যেই বাজারের স্থানীয় জনগণের মধ্যে জানা জানি হতেই ক্রেতা ও বিক্রেতা উভয়েই তড়িঘড়ি করে তেলিয়ামুড়ার সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে পুরো ঘটনাটির বিষয়ে জানান। এখন প্রশ্ন উঠছে প্যাকেট জাতীয় পানীয় জলের বোতলে কিভাবে ছত্রাক জাতীয় কিছু থাকবে? তবে এইদিকে এই ঘটনার সংশ্লিষ্ট বিষয়ে তেলিয়ামুড়ার জনসংভরন দপ্তরের জানানো হবে গ্রাহকদের পক্ষ থেকে বলে জানা যায়। কিন্তু যেখানে বলাইবাহুল্য থাকে যে, “জলই জীবন – এর সঠিক ব্যবহার করুন” – সেই জায়গায় দাঁড়িয়ে একটি প্যাকেট জাত পানীয় জলের বোতলের মধ্যে পাওয়া ছত্রাক এই ঘটনাকে কেন্দ্র করে এবং পানীয় জল নিয়ে খামখেয়ালি পনার ঘটনাকে কেন্দ্র করে গোটা তেলিয়ামুড়া এলাকা জুড়েই সাধারণের মধ্যে রীতিমতো একপ্রকার চাঞ্চল্য বিরাজ করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*