আপডেট প্রতিনিধি, বক্সনগর, ৩০ নভেম্বর || সরকারি ন্যার্য্যমূল্য দোকানে তালা ঝোলালো ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনা বক্সনগর ব্লক অধীনস্থ বাগবের রেশন শপে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল বেলা ডিলার বিমল সরকার প্রতিদিনের ন্যায় তার রেশন শপ খুলে পণ্য দেওয়ার সময় চিনি কম দেওয়াকে কেন্দ্র করে গ্রাহকদের সাথে ঝামেলা বাদে। এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায়, ডিলার বিমল সরকার মানুষকে বিভিন্ন ভাবে রেশন সামগ্রী কম দিয়ে থাকেন ও রেশন পণ্য থেকে বেশী দাম রাখেন। তাই ক্ষুব্ধ এলাকাবাসী তার এই গ্রাহক ঠকানোর কুকীর্তি সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বুধবার সকাল ১০টার সময় তার রেশন ঘরে তালা ঝুলিয়ে দেয়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ডিলার বিমল সরকার ২ কেজি চিনির জায়গায় এক কেজি চিনি দিয়ে থাকেন গ্রাহকদের। তাছাড়া কেরোসিন তেল, লবণ, চাল ইত্যাদি পণ্য কম দিয়ে থাকেন। তার বিরুদ্ধে এর আগেও অনেকবার অভিযোগ উঠেছে এই রেশন শপে দুর্নীতির বিরুদ্ধে। তাই গ্রাহকরা এই ঘোটালা সহ্য করতে না পেরে বুধবার সকাল ১০টার সময় তাকে রেশন শপের মধ্যেই রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। যতক্ষণ পর্যন্ত খাদ্য দপ্তর থেকে কোন কর্মকর্তা না এসে কোনো প্রতিশ্রুতি না দেয় তাহলে তারা তালা খোলবেনা বলে জানান। এর আগেও তার বিরুদ্ধে কয়েকবার অভিযোগের অভিযোগ পত্র লিখে খাদ্য দপ্তরে পাঠানো হলে কোন সদুত্তর পায়নি গ্রামবাসী। অপরদিকে ডিলার বিমল সরকারের সাথে কথা বলে জানা যায, তিনি গত ১০ বছর যাবৎ ঠিকঠাকই এই রেশন শপে কাজ করে যাচ্ছেন। প্রত্যেক মাসে প্রত্যেক গ্রাহকের জন্য এক কেজি করে চিনি বরাদ্দ, যে গ্রাহকরা এক মাসে চিনি নেননি তাদেরকে দুই মাসের ২ কেজি চিনি তিনি দিয়ে থাকেন। আর প্রত্যেককে প্রত্যেক মাসে এক কেজি করে চিনি দিয়ে থাকেন। কিন্তু কিছু শাসকগোষ্ঠীর স্বার্থপর নেতা তাকে এই ডিলারশিপ থেকে বাদ দেওয়ার জন্য এদিন পরিকল্পনা করে তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেন এবং তার সাথে খারাপ ব্যবহার করে থাকেন। জনতার কবলে পড়ে তাকে অপমানিত হতে হয় তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে খবর লেখা অব্দি জানা যায়, ৫ ঘন্টা যাবৎ ডিলার বিমল সরকার তালা বন্ধ ছিল। পরবর্তী সময়ে সোনামুড়া মহাকুমার খাদ্য দপ্তরের ইন্সপেক্টর এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং পুরো বিষয়টা সম্পর্কে অবগত হন। তিনি এলাকাবাসীকে আশ্বাস দেন তার যদিও ভূল-ত্রূটি থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।